UsharAlo logo
সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগরেহাট জেলা প্রশাসকের সাথে উপজলো প্রেসক্লাবের সাংবাদিকদের  সৌজন্য সাক্ষাৎ

ঊষার আলো
মে ২১, ২০২৩ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধিঃ বাগরেহাট উপজলো প্রেসক্লাব পক্ষ থকেে জেলা প্রশাসক মোহাম্মদ আজজিুর রহমান এর সাথে ,ফুলের শুভচ্ছো বিনিমিয় ও সৌজন্য সাক্ষাৎ করনে। বাগেরহাট উপজলো প্রেসক্লাব এর নব নিবাচিত কার্যনিবাহি কমিটি।( রববিার ২১ মে )সকলে জেলা প্রশাসক র্কাযালয় বাগরেহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান এর সাথে ফুলের শুভচ্ছো বিনিময় করেন।

সময় উপস্থিত ছিলেন  বাগরেহাট উপজলো প্রেসক্লাবর সভাপতি মাসুম হাওলাদার ,সাধারণ সম্পাদক এস,এম,জাহাঙ্গীর কবরি, সহ-সভাপতি আজাদ রশিদী, সহ সভাপতি শকিদার রেজউল কবির , এস এম মাহামুদ হাসান,  যুগ্ম সাধারণ সম্পাদক, সঞ্জীব কুমার দাস সহ সাধারণ সম্পাদক, তানভীর সোহলে ,র্অথ সম্পাদক  সোহরাব হোসনে রতন দপ্তর সম্পাদক ,মোঃ শহদিুল ইসলাম তথ্য ও প্রযুক্তি সম্পাদক,খান মাহবুবুর রহমান বাদল, ক্রীয়া ও সাংস্কৃতকি সম্পাদক ,বাগরেহাট উপজলো প্রসেক্লাব এর র্কাযনর্বিাহী সদস্য, .এনাম খান, মোঃ মনরিুজ্জামান প্রমুখ।