UsharAlo logo
মঙ্গলবার, ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাট কচুয়ায় এক কৃষককে কুপিয়ে হত্যা

pial
জানুয়ারি ৭, ২০২৩ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

আরিফুর রহমান, বাগেরহাট : বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধে মোজাহার মোল্লা (৪৫) নামের একজন কৃষক কে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১০ টার দিকে গজালিয়া ইউনিয়নের আলীপুর গ্রামের এ হত্যার ঘটনা ঘটে। পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের আলিপুর গ্রামে শেখ গ্রুপ ও মোল্লা গ্রুপের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আর ওই বিরোধের জের ধরে আলীপুর গ্রামের শেখ গ্রুফের রাসেল শেখ মহিদ শেখ (৩০) ও তুহিন শেখ (৩২) একই এলাকার প্রতিপক্ষ মোজাহের মোল্লা (৪৫) কে রামদা দিয়ে কুপিয়া হত্যা করে। কচুয়া থানার ওসি মোঃ মনিরুল ইসলাম বলেন নিহতে মরদহে উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। আর ঘটনা জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। উল্লেখ্য এ জমি নিয়ে বিগত ৩ ও ১৬ ডিসেম্বর দু দফা সংঘর্ষ হয়েছিল। অথচ বিরোধের কোন সমাধান করা হয়নি।

(ঊষার আলো-এফএসপি)