UsharAlo logo
শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাট জেলখানার কারারক্ষি ও তার সহযোগি ইয়াবাসহ খুলনায় গ্রেফতার

ঊষার আলো
এপ্রিল ২১, ২০২১ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : খুলনা নগর গোয়েন্দা পুলিশের হাতে ইয়াবাসহ হাতে-নাতে গ্রেফতার হয়েছে বাগেরহাট জেলা কারাগারের কারারক্ষি শিমুল হোসেন (৩৬) ও তার সহযোগি নাজমুল সরদার (৩৫)। বুধবার সকালে বাগেরহাট জেলা কারাগারে খুলনা কারগার থেকে একটি পত্র এসেছে। এর আগে খুলনা এসবি থেকে যাছাই-বাছাই করেছে। বাগেরহাট কারাগারের জেলার একেএম মাসুম বুধবার সকালে এ প্রতিবেদক কে বলেন, কারারক্ষি শিমুল হোসেন গত সোমবার রাত ৯টার দিকে খুলনার রুপসা ব্রীজের কাছে ইয়াবাসহ খুলনা গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হয়। তার বিরুদ্ধে কারা বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে ইতোমধ্যে প্রক্রিয়া শুরু করা হয়েছে। উল্লেখ্য, বাগেরহাট জেলা কারাগারের কারারক্ষি ঝিনাইদাহ জেলার কোটচাদপুর দূর্গাকুন্ডু গ্রামের ফারুখ হোসেনের ছেলে শিমুল হোসেন ও বাগেরহাট জেলা শহরের খারদ্বার এলাকার কালাম সরদারের ছেলে নাজমুল সরদার ২০০ পিচ ইয়াবাসহ খুলনায় গ্রেফতার হয়। এদের বিরুদ্ধে খুলনা লবনচরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়।

(ঊষার আলো-আরএম)