বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলা যুবলীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশন বুধবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় কাউন্সিলর দের কন্ঠভোটে বিনা প্রতিদ্বন্ধিতায় সরদার নাসির উদ্দিন কে সভাপতি ও মীর জায়েসী আশরাফী জেমস কে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক ফজলে শামস পরশের সভাপতিত্বে যুবলীগের কমিটি গঠন সভায় শুধু সভাপতি ও সাধারন সম্পাদ ঘোষনা করা হয়। তবে ১০১ সদস্য বিশিষ্ট জেলার পূর্নাঙ্গ কমিটি আগামী এক মাসের মধ্যে ঘোষনা করা হবে বলে জানানো হয়।
সভায় থেকে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য রাজু আহম্মেদ ভিপি মিরান এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য. যুবলীগের নব-নির্বাচিত সভাপতি সাধারন সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগের বাগেরহাট জেলা শাখার সাবেক কমিটির সফল সভাপতি ও সাধারন সম্পাদক ছিলেন।