UsharAlo logo
শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাট শহর থেকে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

ঊষার আলো
মার্চ ১৩, ২০২১ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

আরিফুর রহমান, বাগেরহাট : বাগেরহাট সদর মডেল থানা পুলিশ পৌর শহরের কাজি নজরুল ইসলাম বোডের একটি বাসায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক বিক্রেতা স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে।
শনিবার (১৩ মার্চ) সকালে তাদের আদলতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো ওই রোডের মৃত শেখ আব্দুল ওহাবের ছেলে ওয়াসিম হাসান বাবু(৩০) ও তার স্ত্রী হীরামনি (২৩)। এর আগে মাদক দ্রব্য নিয়ন্ত্রন মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরিায়ানা রয়েছে। বাগেরহাট মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলাম জানান, মডেল থানার এসআই রিয়াজুল ইসলাম গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই বাড়ীতে হানা দেয় এবং স্বামী-স্ত্রীকে ২২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। এ ঘটনায় এসআই রিয়াজুল ইসলাম বাদী হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছে। এর আগের মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এরা পেশাদার অবৈধ মাদক বিক্রেতা বলে জানা গেছে।