UsharAlo logo
শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে অবৈধ ডিশ সংযোগ প্রদানকারীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঊষার আলো
এপ্রিল ১২, ২০২১ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলায় অবৈধ ডিশ লাইন ব্যবসায়িদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশনা থাকা স্বত্তেও এখানের প্রশাসন অজ্ঞাত কারনে কোন আইনগত ব্যবস্থা গ্রহন করছেনা। ফলে সন্ত্রাসী প্রকৃতির অবৈধ ডিশ, ব্যবসায়িরা তাদের ব্যবসা জোর পুর্বক পরিচলনা করছে। এতে বৈধ ব্যবসায়িরা ও সাধারন গ্রাহকরা চরম ক্ষতিগ্রস্থ হচ্ছে। সোমবার দুপুরে বাগেরহাট প্রেসকাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে এ অভিযোগ উত্থাপন করেন বৈধ ব্যবসায়িরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফকিরহাট মন্ডল ক্রাবল ভিশনের স্বত্তাধিকারি অসিম মন্ডল। এ সময় সুবজ রায়, সোহাগ মন্ডল, একলাসুর রহমান ও কাজী তৈয়বুর রহমান তাবুসহ বাগেরহাট জনতার কেবল ভিশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে বলা হয়, ডিশ ব্যবসা করতে বাংলাদেশ টেলিভিশন কতৃপক্ষের দেয়া লাইসেন্স সহ দুটি বৈধতা নিয়ে এ ব্যবসা করার নিয়ম থাকলেও ফকিরহাট উপজেলার নিরাপদ বৈরাগী, রেজাউল, জুয়েল, শুভংকর বিশ্বাস ও বিশ্বজিৎ বিশ্বাস খুলনা ভিশন নাম দিয়ে জোরপূর্বক এ ব্যবসায় এসে সাধারন গ্রাহকদের হয়রানি করছে। পাশাপাশি আমাদের বৈধ সংযোগ লাইন জোরপূর্বক খুলে দিচ্ছে। ২০১৯ সালের জুন মাস থেকে অদ্যবধি ফকিরহাট উপজেলায় জোরপুর্বক এ ব্যবসা করে আসছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে বাংলাদেশ টেলিভিশন কর্তপক্ষ ও বাগেরহাট জেলা প্রশাসন বরাবর একাধিকবার অভিযোগ করেও কোন সুরাহা করা যায়নি। বাংলাদেশ টেলিভিশনের কন্ট্রোলার ও লাইসেন্স ম্যানেজার মোঃ জুলফিকার রহমান কোরাইশী ২০১৯ সালের ৫ ডিসেম্বর ও ২০২০ সালের ২৩ নভেম্বর দুই দফা বাগেরহাট জেলা প্রশাসন কে অবৈধ কেবল টেলিভিশন নেটওয়ার্ক কায্যক্রম বন্ধ করনের জন্য নির্দেনাক্রমে অনুরোধ করলেও এখানের জেলা প্রশাসন ওই নির্দেশনা বাস্তবায়ন করেনি। এছাড়া আমরা বৈধ কেবল ব্যবসায়িরা এখানের জেলা প্রশাসন কে বার বার আবেদন ও অভিযোগ করেও কোন সুরাহা করতে না পেরে আজ সংবাদ সম্মেলন করছি। সংবাদ সম্মেলনে আরো বলা হয় বেআইনিভাবে সন্ত্রাসী প্রকৃতির লোকেরা জোর পুর্বক কেবল ব্যবসা করে বৈধ ব্যবসায়িদের রুটি-রুজিতে আঘাত করছে। প্রতিকারের জন্য আইনের কাছে গিয়েও আমরা প্রতিকার পাচ্ছিনা। তাই এ বিষয়ে উপর মহলের আশু হস্তক্ষেপ কামনা করছি।

(ঊষার আলো-আরএম)