UsharAlo logo
শুক্রবার, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে আদালতে হাজত খানার সামনে থেকে আসামি পলায়ন

usharalodesk
এপ্রিল ২৬, ২০২১ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট আদালতের কোর্ট পুলিশের হাজত খানার সমানে থেকে পালিয়ে যাওয়া আসামীকে পুনঃ আটক করতে পারে নাই পুলিশ। হাফিজুর রহমান ওরফে শিপন (২৯ )নামের চুরি মামলার ওই আসামীকে

মোংলা থানা পুলিশ রবিবার বিকেলে বাগেরহাট আদালতে নিয়ে আসে। কর্তব্যরত পুলিশের উদাসিনতার কারনে কোর্ট পুলিশের হাজত খানার সামনে থেকে হ্যান্ডকাপ ছাড়া ওই আসামী পালিয়ে যায়। প্রকাশ্য দিবালোকে ও জনসম্মুখে পালিয়ে যাওয়া আসামী হাফিজুর রহমানকে আটক করতে পুলিশ ঘটনার পরপরই অভিযান শুরু করে। সোমবার বিকেলে এ রিপোর্ট লেখ পর্যন্ত পুলিশ তাকে পুনঃ আটক করতে পারে নাই। পলাতক হাফিজুর রহমান শিপন মোংলা উপজেলার কানাই নগর গ্রামের আবু বক্কর খানের ছেলে। গত ১ মার্চের একটি চুরির মামলায় হাফিজুর রহমানকে গ্রেফতার দেখায় মোংলা থানা পুলিশ এবং চুরির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হাফিজুরকে একদিনের রিমান্ডে নিয়েছিল থানা পুলিশ। এর আগে মরন নেশা ইয়াবাসহ হাফিজুর রহমানকে আটক করেছিল মোংলা থানা পুলিশ। হাফিজুর রহমানের নামে বিভিন্ন আইনে কমপক্ষে ১৫টি মামলা রয়েছে বলে জানান মোংলা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী। এ বিষয়ে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ সাংবাদিকদের বলেন, একদিনের রিমান্ড শেষে হাফিজুর রহমানকে হাজত খানায় প্রবেশের সময় তার হাতকড়া খোলা হয়। ওই সময় সে পুলিশকে ধাক্কা মেরে পালিয়ে যায়। হাফিজুর রহমানকে আবার ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

(ঊষার আলো-আরএম)