UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে আরও ১১৫ জনের করোনা পজেটিভ, মৃত্যু-২

usharalodesk
জুলাই ২৫, ২০২১ ১:০২ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : করোনা মহামারিতে বাগেরহাট জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ১১৫ জন করোনা পজেটিভ হয়েছেন। কোরবানির ঈদের পর শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত বিভিন্ন ল্যাবে মোট ৪২০ জনের নুমনা পরিক্ষা করা হয়েছে। এতে নতুন করে আরো ১১৫ জন করোনা পজেটিভ হয়েছেন। এ সময়ে মারা গেছেন আরো ২ জন। এ নিয়ে বাগেরহাট জেলায় মোট করোনা আক্রান্ত হলেন ৫ হাজার ৫৫৫ জন। আর করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে জেলায় মোট মারা গেলেন ১১৪ জন। রবিবার সকালে বাগেরহাট সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়। বাগেরহাট সিভিল সার্জন ডাঃ কেএম হুমায়ুন কবির সকালে এ প্রতিবেদক কে বলেন, গত ২৪ ঘন্টায় জেলায় ৪২০ জনের নমুনা পরিক্ষা করা হয়েছে। এতে ১১৫ জন করোনা পজেটিভ হিসাবে সনাক্ত হয়েছেন। এদিন সনাক্তের হার ২৭.০৩ শতাংশ। আর মারা গেছেন ২ জন। রবিবার সকাল পর্যন্ত ৫০ শয্যার বাগেরহাট সদর ডেডিকেটেড হাসপাতালে ৪০ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন।

(ঊষার আলো-আরএম)