UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে আরও ৫৫ জনের পজিটিভ, মৃত্যু-১

usharalodesk
জুন ২২, ২০২১ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : মহামারি করেনা ভাইরাসে বাগেরহাটে গত ২৪ ঘন্টার একজনের মৃত্যু হয়েছে। নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৫৫ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। ১১২টি নমুনা পরীক্ষায় ৫৫ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়। জেলায় গত ২৪ ঘন্টায় সংক্রমণের হার ৪৯ শতাংশ। যা এর আগের ২৪ ঘন্টার থেকে বেশি। জেলার সবচেয়ে ঝুঁকিতে থাকা মোংলা উপজেলাতে ১৪টি নমুনা পরীক্ষায় ৬ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ে। সেখানে সংক্রমণের হার ৪৫ শতাংশ। এই নিয়ে বাগেরহাট জেলায় করোনা ভাইরাসে সংক্রমণে প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা দাাঁড়াল মোট ২ হাজার ৬৮৫জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ১ হাজার ৭০০ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬৭ জন বলে জানিয়েছে জেলা সিভিল সার্জনের কার্যালয়। এদিকে, জেলার সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা মোংলা উপজেলায় তৃতীয় দফায় বাড়ানো সাতদিনের কঠোর বিধি ঢিমেঢালাভাবে চলছে। কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে সাধারণ মানুষের চলাফেরা বেড়েছে। জনসমাগমের উৎসস্থল হাটবাজারে মানুষের উপচে পড়া ভিড়। প্রশাসনের আরোপ করা কঠোর বিধিনিষেধ কেউ মানছেন না। নৌকাতে গাদাগাদি করে যাত্রী পারাপার চলছে। ফলে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। প্রশাসনের আরোপিত কঠোর বিধিনিষেধ আগামী ২৩ জুন পর্যন্ত চলবে বলে জানিয়েছেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার। বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, বাগেরহাট জেলায় গত দুই সপ্তাহ ধরে সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। জেলায় সংক্রমণেরহার ৫০ শতাংশ। প্রথমে মোংলাতে সংক্রমণ বাড়তে থাকে। পরে তা আশেপাশের উপজেলাগুলোতেও ছড়াচ্ছে। হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। সংক্রমণ রোধের একটাই উপায় স্বাস্থ্যবিধি মেনে চলা। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি না মেনে চললে লকডাউন দিয়ে কোন উপকারে আসবেনা।

(ঊষার আলো-আরএম)