UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে আরও ৬৭ জনের করোনা পজেটিভ, মৃত্যু-৪

usharalodesk
জুন ৯, ২০২১ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : মোংলা সমুদ্র বন্দর অধ্যুষিত বাগেরহাট জেলায় করোনা দ্বিতীয় ঢেউ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘন্টায় জেলায় করোনা পজেটিভ হয়েছেন ৬৭ জন। এর আগের ২৪ ঘন্টায় ছিল ৫৩ জন। একদিনের ব্যবধানে সংক্রমনের সংখ্যা ১৪ জন বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে শুধু মোংলা উপজেলায় ৫১ জনের নমুনা পরিক্ষায় ৩০ জন পজেটিভ হয়েছেন। আর গেল ২৪ ঘন্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরো ৪ জন করোনা সংক্রমিত রোগি মারা গেছেন। বাগেরহাট সিভিল সার্জন ডাঃ কেএম হুমাউন কবির বুধবার দুপুরে জানান, গেল ২৪ ঘন্টায় জেলার ১৫৪ জনের নমুনা পরিক্ষার রিপোর্টে নতুন করে এদিন সকাল ৮টা পর্যন্ত ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মোংলায় ৫১ জনের নমুনা পরিক্ষায় ৩০ জন করোনা পজেটিভ । এই সময়ে খুলনায় চিকিৎসাধিন আরো ৪জন করোনা পজেটিভ হয়ে মারা গেছেন। এ নিযে করোনার দ্বিতীয় ঢেউয়ে বাগেরহাট জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৮৪৪ জন। আর মারা গেছেন মোট ২৭ জন। এদিকে, প্রায় ১৮ লাখ জনমানুষ অধ্যুসিত বাগেরহাট জেলা সদর হাসপাতালে ৩টি আইসিউ বেডসহ উন্নত চিকিৎসা সরঞ্জাম বরাদ্দ থাকলেও জনবলের অভাবে তা চালু হচ্ছে না বলে এখানের স্বাস্থ্য জানায়।

(ঊষার আলো-আরএম)