বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলা শহরের পুরাতন বাজার এলাকায় সুপর্না রানী দে (১৮) নামে কলেজ ছাত্রী গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার(১৫ মার্চ ) সকালে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে সুরতহাল করেছে। বাগেরহাট সরকারি পিসি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী সুপর্না রানী পুরাতন বাজার এলাকার আশিষ কুমারের মেয়ে। লাশের সুরতহাল তৈরী কারি সদর মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুজ্জামান সোমবার বিকেলে জানান, কলেজ ছাত্রী সুপর্না রানী রবিবার দিনগত রাতের যেকোন সময় তার শয়ন কক্ষের আড়ার সাথে গলায় রশি দিয়ে এ আত্মহত্যা করে। সকালে খবর পেয়ে আমরা তার মৃতদেহ উদ্ধার করি। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশের ময়না তদন্ত ছাড়াই মৃতের শেষকৃত্য সম্পন্ন করার অনুমোদন করা হয়। আত্মহত্যার কারন বিষয়ে মেয়েটির পরিবার জানায়, সে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। ভারতে নিয়েও তার চিকিৎসা করা হয়েছে। কোন সুফল হয়নি। মেয়েটির শরীরে অসংখ্য ক্ষতের চিহ্ন রয়েছে। যা শুকিয়ে গেছে। ধারনা করা হচ্ছে মানসিক সমস্যায় সে সবার অজান্তে নিজ শয়ন কক্ষে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।
(ঊষার আলো-আরএম)