ঊষার আলো প্রতিবেদক : বাগেরহাটের মোংলা থানা এলাকা থেকে গাঁজাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোনের টহলদল। বুধবার দুপুরে আপাবাড়ি বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটককারী হচ্ছে, রামপাল থানাধীন মালিডাঙ্গা গ্রামের বাসিন্দা মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ আজাদ (২৫)। কোস্ট গার্ড সূত্র জানায়, গত ৩১ মার্চ আনুমানিক দুপুর দেড়টায় বাগেরহাট জেলার মোংলা থানাধীন আপাবাড়ি বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযানে মোঃ আজাদ নামে একজনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩২৯ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃত ব্যাক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
(ঊষার আলো-এফএসপি)