UsharAlo logo
বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে তাল গাছ থেকে পড়ে এক কিশোরের মৃত্যু

pial
এপ্রিল ৩০, ২০২২ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় তালগাছ থেকে পড়ে হাসিব খাঁন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) দুপুরে মোড়েলগঞ্জ উপজেলার জিউধরা এলাকায় তালশ্বাস কাটতে গিয়ে গাছ থেকে পড়ে যায় হাসিব খান। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে পাশর্^বর্ত্তি মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহত হাসিব খান মোড়েলগঞ্জের জিউধরা এলাকার শাহাদাত খানের ছেলে। করোনা শুরুর পর থেকে হাসিব আর ঠিকমত স্কুলে যেত না। স্থাণীয়দের বাড়ি ঘরে ছোটখাট কাজ করত। হাসিব খানের প্রতিবেশী বাচচু বলেন, দুপুরে তালশ্বাস কাটতে গাছে ওঠে হাসিব খান। হঠাৎ করে গাছ থেকে পরে যায় সেন। পরে আমরা উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

মোরেলগঞ্জ থানার ওসি সাইদুর রহমান বলেন, তালগাছ থেকে পরে এক কিশোরের মৃত্যুর খবর শুনেছি। তার মরদেহ মোংলা থানায় রয়েছে। মোংলা থানায় পুলিশ পাঠানো হয়েছে। খোজ খবর নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

(ঊষার আলো-এফএসপি)