UsharAlo logo
বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় সংবাদকর্মী নিহত

usharalodesk
মার্চ ১৯, ২০২১ ৯:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ফিরোজ জোয়াদ্দার নামের এক সংবাদকর্মী নিহত হয়েছেন। শুক্রবার (১৯ মার্চ) বেলা ১টায় সাতক্ষীরা-যশোর সড়কের মাধবকাটি এলাকায় ট্রলিচাপায় তিনি নিহত হন। নিহত সংবাদকর্মী ফিরোজ কলারোয়ার মো. আক্তার হোসেনের ছেলে। তিনি দৈনিক বঙ্গভূমি পত্রিকার কলারোয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ মার্চ) দুপুরে মোটরসাইকেলে সাতক্ষীরা থেকে কলারোয়া যাচ্ছিলেন তিনি। মাধবকাটি এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়েন তিনি। এ সময় চালবোঝাই একটি ট্রলি তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রলিটি জব্দ করা হয়েছে। তবে ড্রাইভার এখনো পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।

ঊষার আলো-এমএনএস