বাগেরহাট প্রতিনিধি : নিখোঁজ হওয়ার ৪ দিন পর বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মধুমতি নদীতে ভেসে থাকা শ্রমিক বেল্লাল হোসেনের (২৮) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ আগস্ট) সকালে এলাকাবাসির খবরের ভিত্তিতে মধুমতি নদীর গ্রীসনগর এলাকা থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শ্রমিক বেল্লাল হোসেন মোল্লাহাট উপজেলার গারফা গ্রামের ইউনুস মোল্লার ছেলে। সে কার্গো জাহাজ থেকে সিমেন্ট খালাসের কাজ করত।
গত ১৮ আগস্ট বিকেলে মোল্লাহাট পুরাতন ফেরিঘাট সংলগ্ন মধুমতি নদীতে নোঙ্গর করা একটি কার্গো জাহাজ থেকে সিমেন্ট খালাস শেষে গোসল করতে নেমে বেল্লা হোসেন নিখোঁজ হয়। নিখোজের খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিস ও খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।
বাগেরহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক মোঃ গোলাম সরোয়ার জানান, নিখোঁজের খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করি। খুলনার ডুবুরী দল উদ্ধার কাজে অংশ নিয়েছে। শুক্রবার বিকেল পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও নিখোঁজ শ্রমিকের সন্ধান না পাওয়ায় অভিযান বন্ধ ঘোষনা করা হয়।
মোল্লাহাট থানার ওসি সোমেন দাস শনিবার জানান, এলাকাবাসির খবরের ভিত্তিতে নদীতে ভেসে উঠা নিখোজঁ শ্রমিকের মৃতদেহটি শনিবার সকালে উদ্ধার করে থানায় আনা হয়। এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মৃতদেহটি হস্তান্তর করা হবে।
(ঊষার আলো-আরএম)