বাগেরহাট প্রতিনিধি : খুলনা র্যাব – ৬ এর সদস্যরা গত ২৪ ঘন্টায় বাগেরহাট জেলায় পৃথক ৩ টি অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার, গাজা ও ইয়াব উদ্ধারসহ আরো মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। ওয়ারেন্টভুক্ত গ্রেফতার আসামী হলো মোল্লাহাট উপজেলার উদয়পু আড়–য়াকান্দি গ্রামের মখফুর রহমানের ছেলে শেখ শাহেদ আলী (৪৯)। তাকে সোমবার রাতে উপজেলার গাড়ফা এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে ২০১৮ সালের একটি বিশেষ ক্ষমতা আইনে মামলার পলাতক আসামী। এর আগেরদিন র্যাবের আভিযানিক দলের অপর অভিযানে বাগেরহাটে জেলা শহরের নাগের বাজার কাজী মাহাফুজুুর রহমানের নারকেল মিল এলাকা থেকে হারুন আর রািশদ ওরফে হিরন(২৪) নামের একজন চিহ্নিত মাদক বিক্রেতাকে ইয়াবা সহ হাতে-নাতে গ্রেফতার করা হয়। সে নাগের বাজার এলাকার আব্দুল আজিজ হাওলাদারের ছেলে। তার নিকট থেকে ৪৫ পিচ ইয়াবা ও কাছে থাকা নগদ ৫০০ টাকা জব্দ করা হয়। একই দিনে র্যাবের সদস্যরা গোপন খবরের ভিত্তিতে বাগেরহাট সদর উপজেলার মগরা বাজারের সোনালি ড্রাগ হাউসের সামনে থেকে ওয়াজেদ শেখ(৩৯) নামের একজন অবৈধ পেশাদার গাজা বিক্রেতাকে আটক করে। তার নিকট থেকে প্রায় আধা কেজি গাজা উদ্ধার করা হয়। গাজা বিক্রেতা ওয়াজেদ শেখ পাশ^বর্ত্তি রহিমাবাদ গ্রামের আমজাদ শেখের ছেলে। খুলনা র্যাব-৬ এর মিডিয়া সেল থেকে এক মেইল র্বাতায় জানানো হয় স্পেশাল কোম্পানীর একটি অভিযানিক দল গোপন খবরের ভিত্তিতে বাগেরহাট জেলায পৃথক ৩টি অভিযান চালিয়ে ওয়ারেন্ডে আসামীসহ ৩ জন কে গ্রেফতার করে। এ সময়ে গাজা ও ইয়াবার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের স্ব-স্ব থানায় সোপর্দ করা হয়েছে।