আরিফুর রহমান, বাগেরহাট : বাগেরহাট জেলা শহরের মিঠাপুকুর মসজিদ মোড় এলাকায় একটি খুচরা পেট্রোলের দোকান থেকে অভিনব ভাবে ৭৪ হাজার টাকা ছিনতাই হয়েছে। রবিবার (০৪ এপ্রিল) সকাল ১০ টার দিকে একটি কালো রংয়ের পালসার মটরসাইকেল যোগে অল্প বয়সি দুইজন ছিনতাইকারি দোকানের ক্যাশ ড্রয়ার থেকে ওই টাকা নিয়ে দ্রুত মটরসাইকেলযোগে শহরের পুরাতন বাজারের দিকে পালিয়ে যায়।
বাগেরহাট ট্রেডার্স নামের ওই খুচরা পেট্রোল-ডিজেল দোকানের মালিক নিখিল কুমার পাল বলেন, রবিবার সকালে দোকান খুলে পাম্প থেকে তেল আনার প্রস্তুতি নেয়ার সময় একটি পালসার মটরসাইকেল যোগে কম বয়সের দুইজন ছেলে আসে। প্রথমে ১ লিটার তেল নেয় পরে আরো ১ লিটার তেল চায় এবং ৫০০ টাকার একটি নোট দেয়। এ সমযের মধ্যে মটর সাইকেলের পিছনে বসা ছেলেটি নেমে দোকানের ক্যাশ ড্রয়ার থেকে বান্ডিল করা নগদ ৭৪ হাজার টাকা নিয়ে দ্রুত মটরসাইলে এসে বসে। তিনি টাকা নেযার বিষয়টি দেখতে পেয়ে ডাক-চিৎকার দিতে দিতে ওরা মটরসাইকেল চালিয়ে শহরের পুরাতন বাজারের দিকে চলে যায়। তাদের পিছন পিছন কিছুদুর গেলেও আর নাগাল পায়নি। করোনার কারণে লকডাউন ঘোষণা হওয়ায় পাম্পথেকে তেল আনার জন্য সকালে বাসা থেকে ওই টাকা নিয়ে দোকানে রাখা হয় বলে জানান নিখিল কুমার। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থান পুলিশ কে জানানো হয়নি বলেও জানান তিনি।