আরিফুর রহমান, বাগেরহাট : বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের ছবি দিয়ে বর্তমান দেশের প্রেক্ষাপট নিয়ে ফেসবুকে স্টাটাস দিয়ে বিভ্রান্ত ছড়ানোর অভিযোগে ইসমাইল হোসেন (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে বাগেরহাটের কচুয়া থানা পুলিশ। ফেসবুকে দেয়া এবং শেয়ার করা ওই স্টাটাস যাচাই বাছাই করে ইসমাইল হোসেন কে সোমবার (১৮ অক্টোবর) দিনগত গভীর রাতে গ্রেফতার করেছে। ইসমাইল হোসেন কচুয়া উপজেলার ধোপাখালি ইউনিযনের লড়ারকুর গ্রামের মোস্তফা মৃধার ছেলে। এ ঘটনায় ধোপাখালি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইউপি মেম্বর মোঃ জাকির হাজরা বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেছেন।
এজাহারের বরাত দিয়ে কচুয়া থানার ওসি মোঃ মনিরুল ইসলাম জানান, আসামী ইসমাঈল হোসেন (নাঁ বঁলাঁ নিঁষেঁধ) নামীয় একটি ফেসবুক আইডি থেকে খাদেমুল ইসলাম হাফেজীয়া মাদ্রাসার মধ্যে বসে “হাইল বিএনপি সৌদিআরব” এর ফেসবুক আইডি কর্তৃক পোস্টকৃত ছবি শেয়ার করে। যাতে প্রধান মন্ত্রীর ছবি বিকৃতি করিয়া সনাতন ধর্মীয় দূর্গা প্রতিমার ছবির সহিত প্রধানমন্ত্রীর মুখমন্ডল সংযুক্ত করিয়া সনাতন ধর্মের অনুভুতিতে আঘাত আনিয়া প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অন্যান্য মন্ত্রীদের ছবি বিকৃতি করিয়া বিরক্তি, অপমান ও হেয় প্রতিপন্ন করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে(ইলেকট্রনিক্স মিডিয়া) পাষ্ট শেয়ার করার ফলে কচুয়া থানার বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, অস্থিরতা, বিশৃঙ্খলা সৃষ্টি করিয়া জনসাধারনের মধ্যে আইন শৃঙ্খলার অবনতি ঘটনার চেষ্টা করে। এটি জানতে পেরে কচুয়া থানা পুলিশ মঙ্গলবার ভোর রাতে লড়ারকুল গ্রামস্থ লড়ারহাট খাদেমুল ইসলাম হাফেজীয়া মাদ্রাসার ভিতর শিক্ষকদের শয়ন কক্ষ থেকে ইসমাইল হোসেন কে গ্রেফতার করা হয়।