UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে বাল্য বিবাহ প্রতিরোধে বরসহ তিনজন কে কারাদন্ড

pial
জুন ২৬, ২০২২ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলা উপজেলায় প্রকাশ্য দিবালোকে বাল্য বিয়ে করতে আসায় বরসহ ৩ জনকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আর ঘটনাটি ঘটেছে শনিবার (২৫ জুন) বিকেলে উপজেলার চালিতাবুনিয়া গ্রামে।
উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার হোগলপাতি গ্রামের জিহাদুল ইসলামের ছেলে মোঃ জুবায়ের তার চাচা নুরুজ্জামান ফকির ও মামা বাদল তালুকদারকে সাথে নিয়ে শনিবার দুপুরে চালিতাবুনিয়া গ্রামের রফিকুল ইসলামের কিশোরী মেয়ে এসএসসি পরিক্ষার্থী লামিয়া (১৬) কে বিয়ে করতে আসে।

এ সময় কিশোরীর পিতা বিষয়টা উপজেলা নির্বাহী অফিসারকে জানান। শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মাজিস্ট্রেট মোঃ নুর-ই আলম সিদ্দিকী বলেন, কিশোরীর পিতার কাছ থেকে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ওই বাড়িতে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় বর জুবায়েরসহ বরের চাচা নুরুজ্জামান ফকির ও মামা বাদল তালুকদারকে বাল্য বিয়ে নিরোধ আইনে প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

শরণখোলা থানার ওসি মোঃ ইকরাম হোসেন বলেন, দন্ডিত ৩ জনকে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)