UsharAlo logo
বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে মন্দিরের ঘেরের মাছ লুট, নারীসহ দুইজনকে মারপিট

usharalodesk
এপ্রিল ১, ২০২১ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর চাপারকুল সার্বজনিন কালি মন্দিরের নামে থাকা একটি মাছের ঘের থেকে বুধবার রাতে জোরপূর্বক মাছ লুটের ঘটনা ঘটেছে।  এঘটনায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪-৫ জনের বিরুদ্ধে বাগেরহাট থানায় অভিযোগ দায়ের হয়েছে। ওই সময় মাছ লুটে বাধা দিতে গেলে লুটকারিদের হামলায় নারীসহ আহত দুজন কে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, চাপারকুল গ্রামের সুদেব রানার স্ত্রী পুতুল রানা(৪৫) ও তার ভাই স্বপন রানা (৪৮)।  হাসপাতালে চিকিৎসাধিন স্বপন রানা ও থানায় অভিযোগকারি সুদেব রানা জানান, বিষ্ণুপুর ইউনিয়নের চাপারকুল গ্রামের সার্বজনিন কালি মন্দিরের নামে থাকা একটি মৎস ঘের থেকে বুধবার গভীর রাতে একই এলাকার জোতিন্ময় ওরফে খোকন, বলরাম , সুভাষ, সুব্রত, মনোজ, তপন ও কৃষ্ণ রানাসহ অজ্ঞাত আরো ৪-৫ জন মাছ লুট করতে থাকে। ভোর বেলা বিষয়টি দেখতে পেয়ে পুতুল রানা ও স্বপন রানা ডাক-চিৎকার দিলে মাছ লুটকারিরা তাদের কে ইচ্ছামত বেধড়ক মারপিট করে আহত অবস্থায় ফেলে রাখে। পরে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্ত্তি করে দেয়। এ ঘটনায় গৃহবধু পুতুল রানার স্বামী সুদেব রানা ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪-৫ জনের বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। এ অভিযোগের তদন্তকারি কমকর্তা বাগেরহাট সদর মডেল থানার এসআই প্রদীপ কুমার জানান, চাপারকুল সার্বজনিন কালি মন্দির নিয়ে স্থানীয় দুটি পক্ষ রয়েছে। বুধবার রাতে মন্দিরের ঘেরের মাছ ধরা নিয়ে মারপিটের ঘটনা হয়েছে। যার তদন্ত চলমান। তদন্তশেষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

(ঊষার আলো-আরএম)