UsharAlo logo
বৃহস্পতিবার, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে মৎস্যচাষ ও ব্যবস্থাপনা বিষয়ে সংবাদকর্মীদের প্রশিক্ষন কর্মশালা

pial
আগস্ট ২৩, ২০২২ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : পরিকল্পিত মৎস্য চাষ ও ব্যবস্থাপনা বিষয়ে সংবাদকর্মীদের সমন্বয়ে দুইদিন ব্যাপী এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ আগস্ট) বিকেলে এ প্রশিক্ষন কর্মশালার সমাপনি অনুষ্ঠানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফেরদৌস আনসারী বলেন, পরিকল্পিতভাবে মাছের চাষ করলে লোকসানের ঝুঁকি থাকেনা। ভাইরাস মুক্ত ও পিসিআর পরিক্ষিত পোনা ছাড়তে পারলে মাছের উৎপাদন বৃদ্ধি পায়।
অল্প জমিতে বেশী লাভ করতে হলে পরিকল্পিতভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছের চাষ করতে হবে। আর প্রাথমিকভাবে মাছের ঘেরে চুন প্রয়োগ নিয়মিত করতে পারলে ভাইরাসে সংক্রমনের সম্ভাবনা থাকে না। কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়া কালচার ডেপলমেন্ট ইন বাংলাদেশ এর আয়োজনে রবিবার ও সোমবার বাগেরহাট সদর উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা এএসএম রাসেল। প্রধান অতিথির বক্তব্যে এএসএম রাসেল বলেন মাছের উৎপাদন বাড়াতে সরকার প্রদত্ত মৎস্য আইন ও নীতিমালা বাস্তবায়নের মৎস্যজীবিদের জন্য জেলে কার্ড করা হচ্ছে। কার্ডধারী জেলেরা তাদের বেকার সময়ে সরকারি সহযোগিতা পাবে। এখানে বিষেশ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ মুছাব্বেরুল ইসলাম। বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহার সভাপতিত্বে এ প্রশিক্ষন কর্মশালায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ২০ জন সংবাদ কর্মী অংশ গ্রহন করেন।

(ঊষার আলো-এফএসপি)