UsharAlo logo
মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে যুবলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঊষার আলো
জানুয়ারি ২৩, ২০২৩ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বিশ্ব মহামারি করোনাকালীন বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা-কর্মীরা সারাদেশে মানুষের দোরগোড়ায় সেবা ও সাহায্য পৌঁছে দিয়েছে। আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক ফজলে সামস পরশের নির্দেশনায় জীবনের ঝুঁকি নিয়ে যুবলীগের নেতা-কর্মীরা মানুষের পাশে দাঁড়িয়ে সেবা কার্য্যক্রম পরিচালনায় খুশি হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা আমাদের প্রধান মন্ত্রী যুবলীগকে মানবিক যুবলীগ হিসাবে ঘোষণা করেছেন।

বাগেরহাট জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন পূর্ব সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে স্টেডিয়াম হলরুমে এক মতবিনিময় সভায় যুবলীগের কেন্দ্রীয় নেতারা এ কথা বলেন।

দীর্ঘ ১৬ বছর পর বাগেরহাট জেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামী বুধবার ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। যুবলীগের এ সম্মেলন উপলক্ষে বাগেরহাট স্টেডিয়ামে লক্ষাধিক জনতার জমায়েতের আয়োজন করা হয়েছে। আর এ জমায়েতের মাধ্যমে বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরা হবে।

সম্মেলন উদ্বোধন করবেন যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক ফজলে শামস পরশ।

প্রধান বক্তা থাকবে সাধারন সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন।

সম্মানিত অতিথি থাকবেন সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়।

জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় মূ বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল।

এছাড়া বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাগঠনিক সম্পাক অ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দীসহ মোঃ রফিকুল ইসলাম মৃনাল কান্তি জোয়ার্দার ও জিএম গাফ্ফার হোসেন প্রমুখ।

প্রেস ব্রিফিংয়ে বলা হয় ২টি অধিবেশনের মাধ্যমে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রথম অধিবেশন ষ্টেডিয়ামে বিশাল জনসভার মাধ্যমে আর জেলা পরিষদ অডিটরিয়ামে ২য় অধিবেশনে ২৭৪ জন কাউন্সিলরের উপস্থিতিতে কমিটি গঠন সভায় সভাপতিত্ব করবেন অধ্যাপক ফজলে শামস পরশ।