UsharAlo logo
শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে রাতের আধারে ফেলে যাওয়া এক নবজাতককে জীবিত উদ্ধার

usharalodesk
জুন ৭, ২০২১ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলা সদরের বেমরতা চিতলী বৈটপুর এলাকায় একটি দোকান ঘরের কেরামবোর্ডের উপর রাতের আধারে ফেলে যাওয়া সদ্য প্রসবিত এক নবজাতক কে জীবিত উদ্ধার করেছে পুলিশ। ৯৯৯ নম্বরে দেয়া খবরের ভিত্তিতে রবিবার দিনগত গভীর রাতে কন্যা শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুটিকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটি সুস্থ্য স্বাভাবিক রয়েছে। সদ্য ভূমিষ্ট এই শিশুটিকে কে বা কাহারা ফেলে গেছে তা তদন্ত করে দেখছে বাগেরহাট মডেল থানা পুলিশ। বাগেরহাট সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) আবু সাঈদ জানান, রবিবার গভীর রাতে সদ্য ভূমিষ্ট এই শিশুটিকে তার স্বজনরা গোপণে সদর উপজেলার বেমরতা ইউনিয়নের চিতলী বৈটপুর গ্রামের চায়ের দোকানি সাঈদ শেখের ক্যারাম বোর্ডের উপর ফেলে রেখে চলে যায়। দোকানের পাশের প্রতিবেশি ইমরান শেখের স্ত্রী লিজা আক্তার রাতে শিশুর কান্নার শব্দ পেয়ে ঘর থেকে বেরিয়ে ক্যারাম বোর্ডের উপর থেকে শিশুটিকে উদ্ধার করে নিজেদের বাড়িতে নিয়ে যান। রাত আড়াইটার ৯৯৯ মাধ্যমে খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে গিয়ে সদ্য ভূমিষ্ট ওই শিশুটিকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এদিকে সোমবার সকালে স্থানীয়দের মধ্যে পরিচয়হীন শিশু উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে তাকে দেখতে অনেকই বাগেরহাট সদর হাসপাতালে ভিড় করছেন এবং শিশুটিকে দত্তক নিতে অনেকেই আগ্রহ দেখাচ্ছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা। আমরা বিষয়টি আদালতে অবহিত করব। আদালতই ঠিক করবে পরবর্তি করণীয়। বাগেরহাট সদর হাসপাতালের তত্তাবধায়ক ডা. কে এম হুমায়ুন কবির বলেন, রবিবারই শিশুটি জন্মগ্রহণ করেছে। জন্ম নেওয়া শিশুটি মেয়ে সন্তান। হাসপাতালে ভর্তি করা শিশুটি নিবিড় পরিচর্যায় রয়েছে। শিশুটি সুস্থ, স্বাভাবিক রয়েছে।

(ঊষার আলো-আরএম)