বাগেরহাট প্রতিনিধি : করোনা মহামারিতে বাগেরহাট জেলায় গত ২৪ ঘন্টায় আরো ৮৮ জন পজেটিভ হয়েছেন। এ সময়ে করোনা পজেটিভ অবস্থায় আরো ২ জন মারা গেছেন। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার ভোর পর্যন্ত বিভিন্ন ল্যাবে মোট ২৪৩ জনের নুমনা পরিক্ষা করা হয়েছে। এতে নতুন করে আরো ৮৮ জন করোনা পজেটিভ হয়েছেন। এ নিয়ে বাগেরহাট জেলায় মোট করোনা আক্রান্ত হলেন, ৫ হাজার ১৪৮ জন। আর মোট মারা গেছেন ১০৫ জন। বৃহস্পতিবার সকালে বাগেরহাট সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়। এদিকে, বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ মিরাজুল করিম বলেন, বৃহস্পতিবার দিনে ও রাতে করোনা পজেটিভ হয়ে ২ জন আর উপসর্গ নিয়ে ৪ জন মোট ৬ জন মারা গেছেন। বাগেরহাট সিভিল সার্জন ডাঃ হুমায়ুন কবির জানান, গত ২৪ ঘন্টায় জেলায় ২৪৩ জনের নমুনা পরিক্ষা করা হয়েছে। এতে ৮৮ জন করোনা পজেটিভ হিসাবে সানক্ত হয়েছেন। এদিন সনাক্তের হার ৩৬.২১ শতাংশ। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ৫ হাজার ১৪৮ জন সংক্রমিত হলেন। শুক্রবার সকাল পর্যন্ত ৫০ শয্যার বাগেরহাট সদর ডেডিকেটেড হাসপাতালে ৭১ জন রোগী ভর্তি রাখা হয়েছে।
(ঊষার আলো-আরএম)