বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে করোনা ভাইরাসে আরো ১৩৫ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। গত ২৪ ঘন্টায় ২৯৮ জনের নমুনা পরীক্ষায় ১৩৫ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছেন আরো ১ জন। ফলে বাগেরহাট জেলায় সংক্রমণের হার ৪৫.৩০ শতাংশ। এ নিয়ে বাগেরহাট জেলায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে মোট আক্রান্তের সংখ্যা দাাঁড়াল ৪ হাজার ২৭৩ জনে। আর এ পর্যন্ত করোনা পজেটিভ অবস্থায় মোট মারা গেছেন ৯৬ জন। বৃহস্পতিবার সকালে বাগেরহাট সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, বাগেরহাটে গত ২৪ ঘন্টায় ২৯৮ জনের নমুনা পরিক্ষায় নতুন করে আরো ১৩৫ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ সনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছেন ১ জন। এ নিয়ে জেলায় করোনা পজেটিভ অবস্থায় মোট মারা গেছেন ৯৬ জন। এ ছাড়া সদর ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন বুধবার সকাল পর্যন্ত ৫৯ জন।
(ঊষার আলো-আরএম)