বাগেরহাট প্রতিনিধি : মহামারি করোনায় বাগেরহাট জেলায় শক্রবারও ৩৪.২৮ শতাংশ মানুষ সংক্রমিত হয়েছে। ৩৫ জনের নমুনা পরিক্ষায় ১২ জন সংক্রমিত হয়েছেন। বাগেরহাট সিভিল সার্জন ডাঃ হুমায়ুন কবির শনিবার সকালে জানান, গত ২৪ ঘন্টায় জেলায় ৩৫ জনের নমুনা পরিক্ষায় ১২ জন করোনা পজেটিভ হয়েছেন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ৪ হাজার ৪১৮ জন সংক্রমিত হলেন। শনিবার সকাল পর্যন্ত বাগেরহাট সদর ডেডিকেটেড হাসপাতালে ৬০ জন রোগী ভর্তি রয়েছেন।
(ঊষার আলো-আরএম)