বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলায় গত ২৪ ঘন্টায় আরো ৭০ জন মানুষ করোনা সংক্রমিত হয়েছেন। ওই সময়ে ২৯১ জনের নমুনা পরিক্ষায় ৭০ জন করোনা সংক্রমিত হিসাবে সনাক্ত হন। যার শতকরা হার দাড়ায় ২৪ শতাংশ। এ সময়ে করোনা সংক্রমিত হয়ে ১ জন মারা গেছেন। বাগেরহাট জেলায় সোমবার সকাল পর্যন্ত মোট করোনা আক্রান্ত হলেন ৬ হাজার ৬৬ জন। মোট মারা গেছেন ১২৬ জন। বাগেরহাট সিভিল সার্জন ডাঃ কেএম হুমায়ুন কবির সোমবার সকালে এ প্রতিবেদক কে বলেন, রবিবার সকাল থেকে সোমবার ভোর পর্যন্ত ২৯১ জনের নমুনা পরিক্ষা করা হয়েছে। এরমধ্যে ৭০ জন করোনা পজেটিভ হিসাবে সনাক্ত হয়েছেন। এদিন সনাক্তের হার হয় ২৪ শতাংশ। বাগেরহাট সদর ডেডিকেটেড হাসপাতালে সোমবার সকাল পর্যন্ত ২৯ জন করোনা সংক্রমিত রোগি চিকিৎসাধিন রয়েছেনএ
বাগেরহাটে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা : কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত বিধি-নিষেধ বাস্তবায়নে বাগেরহাট জেলায় একদিনে ভ্রাম্যমান আদালত টিম ২৫ হাজার ৩০০ টাকা জরিমান আদায় করেছে। রবিবার দিনব্যাপী ৭ জন নির্বাহি ম্যাজিষ্ট্রেটদের নেতৃত্বে ৭টি ভ্রাম্যমান আদালত টিম এ জরিমানা আদায় করেন। সরকারের দেয়া স্বাস্থ্যবিধি লংঘনের দায়ে এদিন ৪৪ টি মামলায় ৪৬ জন কে মোট ২৫ হাজার ৩০০ টাকা অর্থদন্ড দেয়। বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান সোমবার জানান বিশ^ মহামারি করোনা প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধ বাগেরহাটে যথাযত বাস্তবায়নে রবিবার জেলা ও উপজেলা প্রশাসনের ৭ জন নির্বাহি ম্যাজিষ্ট্রেট আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেছে।