বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের কচুয়া উপজেলায় গাঁজা গাছসহ একজন গাজাচাষীকে আটক করেছে থানা পুলিশ।
গোপন খবরের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার আঠারগাতি এলাকার বসত বাড়ীর উঠান থেকে বেল্লাল শেখ(৩০) নামের ওই চাষীকে আটক করা হয়। এ সময়ে একটি ডাল পালা বিশিষ্ট মাঝারি আকারের গাঁজার গাছ উদ্ধার করা হয়।
আটক বেল্লাল শেখ উপজেলার আঠারগাতি গ্রামের মোঃ সলেমান শেখের ছেলে।
কচুয়া থানার ওসি মো.মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মোঃ সেলিম মহালদার এর নেতৃত্বে পুলিশ সদস্যরা গাঁজা গাছসহ বেল্লাল শেখ কে আটক করেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর ১৮(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
(ঊষার আলো-এফএসপি)