বাগেরহাট প্রতিনিধি : আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আবারও মনোনয়ন পত্র দাখিল করেছেন স্বাধীনতা যুদ্ধকালীন খুলনা বিভাগীয় মুজিব বাহিনী প্রধান বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু। বুধবার বেলা ১১ টার দিকে দলীয়ভাবে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের রিটানিং অফিসার জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমানের নিকট মনোনয়নপত্র দাখিল করা হয়। মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান পদে এবারও দলীয় মনোনয়ন পেয়েছেন।
মনোনয়ন পত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট হেমায়েত হোসেন ভুইয়া, জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, কচুয়া উপজেলা পরিষদ চেযারম্যান নাজমা সরোয়ার, ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাস ও ছাত্রলীগের জেলা সভাপতি মোঃ মনির হোসেনসহ আওয়ামী লীগ ও অংগসহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
(ঊষার আলো-এফএসপি)