UsharAlo logo
শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের ফকিরহাটে কলেজছাত্রীর আত্মহত্যা

pial
সেপ্টেম্বর ১০, ২০২২ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলায় নিজ বাড়িতে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে সিঁথি রানী বেপারী (১৯) নামের একজন কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে।

শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের কাথলী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সিঁথি রানী বেপারী ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

এখানের চিকিৎসক ডাক্তার জয়ন্তী পন্ডিত জানান, ওই তরুণীর গলায় যে চিহ্ন পাওয়া গেছে তা দেখে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ হসপাতালে উপস্থিত হয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদনসহ আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। সিঁথি রানী বেপারী কাথলী গ্রামের কৃষক অভিলাষ বেপারীর মেয়ে এবং ফকিরহাট সরকারি ফজিলাতুননেছা মুজিব মহিলা ডিগ্রী মহাবিদ্যালয় হতে এইচএসসি পাশ করে ডিগ্রীতে ভর্তির প্রস্তুতি নিচ্ছিল।

মৃতের পরিবার জানান, সিঁথি রানী দীর্ঘদিন মানষিকভাবে চিন্তিত ছিল। তবে কি কারনে সে আত্মহত্যা করেছে জানা যায়নি। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. আলীমুজ্জামান আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)