UsharAlo logo
রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটের ফকিরহাটে তেলবাহী ট্রাকের ধাক্কায় বৃদ্ধ ভ্যান চালক নিহত

pial
ডিসেম্বর ২৯, ২০২২ ২:৩২ অপরাহ্ণ
Link Copied!

আরিফুর রহমান, বাগেরহাট : বাগরেহাটের ফকিরহাটের মহাসড়কে তেলবাহী ট্রাকের ধাক্কায় শাজাহান হাওলাদার (৬০) নামে একজন বৃদ্ধ ভ্যানচালক নিহত হয়েছেন।

বুধবার বিকেলে খুলনা-মাওয়া মহাসড়কের ফলতিতা মৎস্য মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাজাহান হাওলাদার খুলনা রূপসা উপজলোর পাঁচানী গ্রামের আব্দুল কাদেরের ছেলে। স্থানীয়রা জানান, ভ্যান চালক শাজাহান হাওলাদার যাত্রী নিয়ে ফলততিা মৎস্য আড়তের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরিত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাকের সাথে ধাক্কা লেগে ভ্যানটি উল্টে যায়। এতে ভ্যান চালক শাহাজান ঘটনাস্থলেই নিহত হন। তবে ভ্যান যাত্রীরা অক্ষত রয়েছেন।

স্থানীয় মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের পুলিশ পরির্দশক মেহেদী হাসান জানান, ট্রাকের ধাক্কায় শাজাহান হাওলাদার নামে একজন ভ্যান চালক নিহত হয়েছেন। পুলিশ শাহাজানের মৃতদেহ উদ্ধার করেছে এবং রাস্তার উপর পড়ে থাকা ভ্যানটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

(ঊষার আলো-এফএসপি)