বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলায় লুকাইয়া আক্তার রিভা (১৫) নামে দশম শ্রেণির একজন স্কুল ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধারকৃত এ লাশের আইনি প্রক্রিয়াশেষে শনিবার (২ জুলাই) দুপুরের দিকে লাশ পরিবারের কাছে হস্তানতকরা হয়। পরিবারের দাবী সে আত্মহত্যা করেছে। বিলম্বে প্রাপ্ত তথ্য মতে উপজেলার টাউন নওয়াপাড়া বঙ্গবন্ধু বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী লুকাইয়া আক্তার রিভা শুক্রবার রাতে পরিবারের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে অভিমান করে ঘুমাতে যায়।
শনিবার সকালে ঘুম থেকে না উঠায় তাকে ডাকাডাকি করতে থাকে পিতা-মাতাসহ পরিবারের সদস্যরা। একপর্যায় তার কোন সাড়া না পেয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে মেয়ের ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পায়। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন শেষে মৃতদেহ হেফাজতে নেয়।
মৃত লুকাইয়া আক্তার রিভা খুলনার রূপসা উপজেলার দেয়ারা গ্রামের ঈসা মোড়লের মেয়ে। ওই ছাত্রীর পিতার ব্যবসার কারনে তারা ফকিরহাটের পিলজংগ ইউনিয়নের টাউন নওয়াপাড়া ভাড়া বাসায় বসবাস করেন। সেখানেই ঘরের সিলিং ফ্যানের সাথে গলাই ওড়না দিয়ে ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ পাাওয়া যায়।
ফকিরহাট মডেল থানার অফিসার্স ওসি মু. আলীমুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যার ঘটনা। খবর পেয়ে স্থানীয় উনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম মোড়ল ঘটনাস্থলে আসেন। পরে আইনী প্রক্রিয়া শেষে ওই ছাত্রীর মৃতদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
(ঊষার আলো-এফএসপি)