বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার কুখ্যাত মাদক বিক্রেতা একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ ৮ মামলার পলাতক আসামী আজিম সেখ ও ওরফে আজিম মেম্বর (৫৫) কে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। মাদক বিরোধী বিষেশ অভিযান পরিচালনাকালে ফকিরহাট মডেল থানা পুলিশের একটি দল সোমবার রাতে উপজেলার পিলজংগ ইউনিয়নের শ্যামবাগাত এলাকার বাড়ী থেকে আজিম মেম্বর কে গ্রেফতার করা হয়।
একই সময়ে ওই বাড়ী থেকে পৃথক দুটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত মুর্শিদা বেগম (৪০) নামের এক নারীকেও গ্রেফতার করা হয়। আজিম মেম্বর দীর্ঘ ২ যুগের ও বেশী সময় ধরে অবৈধ মাদক দ্রব্যের ব্যবসা করে আসছে বলে এলাকাবাসী জানায়। ফকিরহাট থানার ওসি মুহাম্মাদ আলীমুজ্জামান জানান, মাদক বিরোধী বিশেষ অভিযান চলাকালে গেপোন খবরের ভিত্তিতে থানার এস আই মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল আজিম মেম্বর ও মুর্শিদা বেগম কে গ্রেফতার করে। আজিম মেম্বরের বিরুদ্ধে একটি মামলায় যাবজ্জীবন সাজাসহ ৮ টি মামলার ওয়ারেন্ট রয়েছে। সে দীর্ঘদিন পলাতক ছিল। আর মুশিদা বেগমও ২টি মাদক মামলায় ওয়ারেন্টেড।
(ঊষার আলো-এফএসপি)