UsharAlo logo
বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের মোংলায় দলিত পরিষদের নির্বাহী কমিটি গঠন

pial
জানুয়ারি ৪, ২০২৩ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাংলাদেশ দলিত পরিষদ বাগেরহাটের মোংলা উপজেলা শাখার নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। অমর ঢালীকে সভাপতি ও পরিমল বিশ্বাস কে সাধারন সম্পাদক এবং ঝর্না হাওলাদার, রেখা রানী ঋষিকে সহ সভাপতি, দিলীপ শিল ও অসীম দাস কে সহ সাধারন সম্পাদক, নিলিমা দাস কে কোষাধাক্ষ রিপন বালাকে সাংগঠনিক সম্পাদক, সাগরিকা দাস কে আইন সম্পাদক, সনদিপ রায় কে প্রচার সম্পাদক ও কার্ত্তিক গাইন কে দপ্তর সম্পাদক করে মোট ৩১ সদস্য বিশিষ্ট মোংলা উপজেলা কমিটি গত সোমবার অনুমোদন করেছেন বাগেরহাট জেলা কমিটি।

জেলা কমিটির সভাপতি কালিদাস চন্দ ঋষি ও সম্পাদক সুকুমার রবি দাস ও কমিটি গঠন সভার সভাপতি সীমা মন্ডল এ কমিটি অনুমোদন করেন। গত ৯ ডিসেম্বর-২০২২ তারিখে মোংলা সদরের অস্থায়ী কার্য্যলয়ে আনুষ্ঠানিক ভাবে কমিটি গঠন সভায় সকলের সম্মতি ক্রমে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন নাহার হাই ও সমাজ সেবার মাঠ কর্মী আবুল বাশার হাওলাার, ছবি রানী রায় এবং শ্যামল দাস কে দলিত পরিষদের মোংলা উপজেলা কমিটির উপদেষ্টা করা হয়।

(ঊষার আলো-এফএসপি)