UsharAlo logo
বৃহস্পতিবার, ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের মোল্লাহাটে গাঁজা গাছসহ একজন গ্রেফতার

pial
আগস্ট ২১, ২০২২ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাট উপজেলার পল্লীতে গাজাগাছসহ ধীরেন বিশ্বাস (৬৩) নামের একজন নিয়মিত মাদক সেবীকে শনিবার বিকেলে গ্রেফতার করেছে পুলিশ। ধীরেন বিশ্বাস উপজেলার গাওলা উত্তর মাটিয়ারগাতি গ্রামের মৃত ভেজাল বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানায়, ধীরেন বিশ্বাস একজন চিহ্নিত মাদক সেবী। সে বাড়ীর পাশে গাজার গাছ লাগিয়ে চাষ করে সেবন করে আসছে। এ খবর গোপনে পেয়ে মোল্লাহাট থানা পুলিশ তাকে আটক করে এবং ১৫ ফুট লম্বা একটি গাজা গাছ উদ্ধার করে।

মোল্লাহাট থানার ওসি সৌমেন দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ ধীরেন বিশ্বাস কে আটক করা হয়। একই সময়ে অভিযান চালিয়ে আরো ৩ জন মাদক বিক্রেতাকে গাজাসহ গেফতার করা হয়। আটকদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)