UsharAlo logo
সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটের মোল্লাহাটে দুই মাদক বিক্রেতা গ্রেফতার, ২ কেজি গাজা উদ্ধার

pial
মে ২৯, ২০২২ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাট থানা পুলিশ রবিবার (২৯ মে) সকালে আকস্মিক অভিযান চালিয়ে ২ কেজি গাজা উদ্ধারসহ দুইজন চিহ্নিত মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো, মোল্লার হাট উপজেলার উদয়পুর ইউনিয়নের দৈবকান্দি গ্রামের গঞ্জের মোল্লার ছেলে কবির মোল্লা ওরফে কানা কবির(৩০) ও একই উপজেলার চরকুলিয়া গ্রামের মৃত সেকেন্দার আলী সেখের ছেলে ফরহাদ সেখ (৪৫)।

মোল্লাহাট থানার ওসি সোমেন দাস জানান, গোপন খবরের ভিত্তিতে থানার এসআই মোঃ মিঠুনের নেতৃত্বে একদল পুলিশ ফোর্স রবিবার সকালে কানা কবিরের বাড়ীতে অভিযান চালিয়ে দুই কেজি গাজা উদ্ধারসহ তাদের দুইজনকে গ্রেফতার করে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মোল্লাহাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের পুর্বক আসামীদের বাগেরহাট আদালতে প্রের করা হয়।

(ঊষার আলো-এফএসপি)