UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের শরণখোলায় রাতে ইউপি সদস্যকে মারপিট করেছে সন্ত্রাসীরা

pial
জুলাই ২, ২০২২ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত ইউপি সদস্য মোঃ ডালিম হোসাইন মাঝিকে রাতে সন্ত্রাসীরা বেধড়ক মারপিট করেছে। পরে স্থানীয়রা তাকে শরণখোলা উপজেলা হাসপাতালে ভর্তি করে দেয়া হয়।

চিকিৎসাধিন ইউপি সদস্য ডালিম মাঝি শনিবার (২ জুলাই) সকালে জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার ছুটুখার বাজারের কাছে এ হামলার ঘটনা ঘটে। তিনি রাতে একা বাড়ি ফিরছিলেন। এমন সময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ৭/৮ জন ব্যাক্তি আকর্ষিকভাবে তার উপর হামলা চালায়।
এসময় তিনি দৌড়ে পালিয়ে বাড়ীর কাছে এসে অজ্ঞান হয়ে পড়েন। এ অবস্থায় এলাকাবাসী রাতেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে দেয়। হামলাকারীদের মধ্যে থেকে ৩ জনকে তিনি চিনতে পেরেছেন বলে জানান। এরা হচ্ছে, ওই এলাকার ইয়াকুব মুন্সির ছেলে মুসুদ, আনোয়ার মুন্সির ছেলে আলম মুন্সি ও ছত্তার হাওলাদারের ছেলে তাওহিদ হাওলাদার।

এ বিষয়ে শরনখোলা থানার ওসি মোঃ ইকরাম হোসেন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ইউপি সদস্য ডালিম মাঝির সাথে কথা বলেছি। তিনি অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(ঊষার আলো-এফএসপি)