বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে উপজেলার ৭ টি ইউপিতে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে চাখার ও বাইশারী ইউপিতে চেয়ারম্যানসহ সকল পদে ও বাকী ৫টিতে শুধু ইউপি মেম্বার ও সংরক্ষিত নারী মেম্বার পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চাখার ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মজিবুল ইসলাম টুকু ৮ হাজার ৬৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের আইয়ুব সিকদার হাতপাখা প্রতীকে ১৫৫ ভোট ও এনপিপি মনোনীত প্রার্থী মামুন সিকদার আম প্রতীকে ২৪ ভোট পেয়েছেন। এখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলন ( আনারস প্রতীক) দলীয় প্রার্থীকে সমর্থন দিয়ে শেষ মুহুর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ান। তারপরেও তার আনারস প্রতীকে ৪৯ টি ভোট পড়েছে। এদিকে উপজেলার বাইশারী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্যামল চক্রবর্ত্তী নৌকা প্রতীকে ৬ হাজার ২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের বহিস্কৃত সহ-সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজেম আলী হাওলাদার আনারস প্রতীকে ১ হাজার ৭৩২ ভোট পেয়েছেন। এখানে অপর স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন মিন্টু (চশমা প্রতীক) শেষ মুহুর্তে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শ্যামল চক্রবর্ত্তীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।
অপরদিকে এর আগে উপজেলার সদর ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আঃ জলিল ঘরামী,সলিয়াবাকপুর ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার সিদ্দিকুর রহমান,ইলুহার ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম,উদয়কাঠি ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রাহাদ আহম্মেদ ননী ও বিশারকান্দি ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক সাইফুল ইসলাম শান্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। উপজেলার অপর ইউপি সৈয়দকাঠিতে প্রথম ধাপে নির্বাচন হচ্ছেনা।