UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘বাবার পথ ধরেই এদেশের মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছি’

ঊষার আলো
আগস্ট ২১, ২০২১ ১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ‘বারবার আমার ওপর হামলা হয়েছে। আমি বেঁচে আছি, হয়তো আল্লাহ কোনো কাজ শেষ করার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছেন। ‘বাবার পথ ধরে এদেশের মানুষের জন্য, নিজের জীবন উৎসর্গ করেছি। কয়েকবার মুত্যুর সামনে এসে দাঁড়িয়েছি, সকল বাধা অতিক্রম করে এসেছি। এদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই আমার কাজ।’

গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আজ শনিবার (২১ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনাসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘একটি সরকারের সহযোগিতা ছাড়া ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার মতো ঘটনা ঘটতে পারে না। ঘটনার পর তৎকালীন বিএনপি সরকার বিভিন্ন ধরনের আলামত নষ্ট করে দিয়েছিল। ঘটনার রাতেই ৪ জনকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছিলেন খালেদা জিয়া।’

তিনি আরও বলেন, ‘রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের শান্তি সমাবেশে গ্রেনেড হামলার জন্য তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার দায়ী।’ ‘শোনা যায় বঙ্গবন্ধুর খুনি কর্নেল রশিদ এবং ডালিম ওই ঘটনার আগে ঢাকায় এসেছিলেন। খালেদা জিয়ার তত্ত্বাবধানে তারেক রহমানের আশ্রয়ে ছিলেন তারা। যখন শুনেছে আমি বেঁচে আছি, তখন তারা দেশত্যাগের সিদ্ধান্ত নেন।

গ্রেনেড হামলা দিবস উপলক্ষে এদিন বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী বেদিতে আওয়ামী লীগ, সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

(ঊষার আলো-আরএম)