UsharAlo logo
বুধবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ ও আহত ১০

pial
মে ২৩, ২০২২ ৯:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : নেত্রকোনা ময়মনসিংহ সড়কের চল্লিশা অঞ্চলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের চালক ও সুপারভাইজার ২ জন নিহত হয়েছেন। (২৩ মে) সোমবার সকালে নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের নুরুলিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা থেকে ধান বোঝাই একটি ট্রাক ও চট্টগ্রাম থেকে আসা যাত্রীবাহী একটি পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাস এবং ট্রাকের চালক আটকে থাকে। দুর্ঘটনায় বাসের আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানন, রেকার না থাকায় আটকে থাকা চালককে বের করতে দেরি হয়। পরে ময়মনসিংহ থেকে রেকার এনে তাকে উদ্ধারের কাজ করা হয়।

পুলিশের এস আই জহুরুল ইসলাম জানান, খবর পেয়েই ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস এসে উদ্ধার কাজ চালায়।

(ঊষার আলো-এসএইস)