UsharAlo logo
সোমবার, ১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাসচাপায় প্রাণ গেল শিক্ষকের

ঊষার আলো রিপোর্ট
এপ্রিল ৮, ২০২৫ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বরগুনার আমতলীতে বাসের চাপায় এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল নয়টার দিকে উপজেলার ডাক্তারবাড়ী নামক স্থানের আমতলী-পটুয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষকের নাম খলিলুর রহমান (৪৫)। তিনি উপজেলার শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্কুলে যাওয়ার উদ্দেশে মোটরসাইকেল নিয়ে বের হন খলিলুর। তিনি  ডাক্তারবাড়ী নামক স্থানে পৌঁছালে পেছন দিক থেকে আসা যমুনা লাইন পরিবহণের একটি দ্রুতগামী বাস মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার্ড করেন।  ওই হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।

শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বাথীয়া সুলতানা বলেন, ‘খলিলুর স্যার ভালো শিক্ষক ছিলেন। তার নিহতের খবরে স্কুলের সবাই শোকাহত।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, ‘শিক্ষক খলিলুর রহমানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সংঙ্কটজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।’

আমতলী থানার ওসি মো. আরিফুর রহমান আরিফ বলেন, ‘পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।’

ঊষার আলো-এসএ