UsharAlo logo
বৃহস্পতিবার, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিকাশ এজেন্টের লুট হওয়া ১৮ লাখ টাকা উদ্ধার, আটক ২

usharalodesk
জুলাই ১১, ২০২১ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : কক্সবাজারের পেকুয়া উপজেলায় বিকাশ এজেন্টের সাড়ে ৪৬ লাখ টাকা লুটের অভিযোগে দুই জনকে আটক করেছে র‌্যাব। এ সময় লুটকৃত ১৮ লাখ টাকা উদ্ধার হয়েছে। শনিবার (১০ জুলাই) মধ্যরাতে উপজেলার চকরিয়ার সিকদারপাড়া গ্রামে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, চকরিয়ার ব্রাহ্মণপাড়া গ্রামের মৃত আব্দুল শুকুরের ছেলে মো. সাইফুল (৩১) ও চট্টগ্রাম বাঁশখালী উপজেলার নাপুড়ার রুস্তমকাটা গ্রামের মোস্তাক আহম্মেদের ছেলে মো. কফিল উদ্দিন (২২)।

সূত্র জানায়, গত ৭ জুলাই পেকুয়ার কবির আহমদ চৌধুরী বাজারের ইসলামী ব্যাংক ভবনের ৩য় তলায় অবস্থিত বিকাশ ডিস্ট্রিবিউশন অফিস থেকে নগদ ৪৬ লাখ ৫০ হাজার টাকা চুরি হয়। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে র‌্যাবের একটি টিম অভিযান পরিচালনা করেন। শনিবার (১০ জুলাই) রাত সাড়ে ১১টায় দুইজনকে আটক করেন। তাদের সীকারক্তি অনুযায়ী বসতঘরের মাটির নিচে থেকে ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়। আটক দুইজনকে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঊষার আলো-আরএম)