ঊষার আলো রিপোর্ট : মহান বিজয় দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসে বর্ণাঢ্য ‘বিজয় শোভাযাত্রা’ হয়েছে। রোববার সকালে অপরাজেয় বাংলার সামনে থেকে শুরু হয়ে ঢাবির টিএসসির শিখা চিরন্তন চত্বরে গিয়ে শোভাযাত্রা শেষ হয়।
টিএসসিতে বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহিদদের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, সাম্প্রতিক ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে এ বছরের বিজয় দিবস উদযাপন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
মানুষের অধিকার আদায়ে বিভিন্ন গণজাগরণে নেতৃত্বদানকারীসহ জুলাই গণ-অভ্যুত্থানে আত্মদানকারীদের অবদান স্মরণ করে উপাচার্য বলেন, দেশের ছাত্র-জনতা অনেক রক্ত দিয়ে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ এনে দিয়েছে। এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের দায় ও দায়িত্ব অনেক বেড়ে গেছে। এখান থেকে আমাদের পেছনে ফেরার সুযোগ নেই। বিজয়ের এই ধারা অব্যাহত রাখতে আমরা বদ্ধপরিকর।
সব বাধাবিঘ্ন ও ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অ্যালামনাইদের প্রতি আহ্বান জানান।
স্মৃতি চিরন্তন চত্বরে ঢাবি সংগীত বিভাগের তত্ত্বাবধানে জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গান (মুক্তির গান ও বিজয়ের গান) পরিবেশনের মধ্য দিয়ে বিজয় শোভাযাত্রার কর্মসূচি শেষ হয়।
ঊষার আলো-এসএ