ঊষার আলো রিপোর্ট : ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের বেজে গেছে ভোটের বাজনা। এখন রাজ্যজুড়েই শুধু নির্বাচনী প্রস্তুতির ছবি। আগামী ২৭ মার্চ থেকে মোট ৮ দফায় রাজ্যের ২৯৪টি আসনে শুরু হবে ভোট নেওয়া। তার আগে, প্রায় প্রতিদিনই পালা করে রাজনৈতিক দলগুলিতে বিশেষ করে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল বিজেপিতে যোগদানের হিড়িক পড়ছে। কেউ কেউ এক দল ছেড়ে অন্য দলে লেখাচ্ছেন নামও ।
সামনের নির্বাচনকে ঘিরে টলিউড তারকাদের দলবদল অতীতের রেকর্ড ছাড়িয়ে গেছে। শুক্রবার (৫মার্চ) পাহাড়ের ৩টি আসন বাদে ২৯১ আসনে প্রার্থীর তালিকা ঘোষণা করেছে ক্ষমতাশীল দল তৃণমূল কংগ্রেস। সেখানে ১ ডজনেরও বেশি তারকার নাম মিলেছে। খুব তাড়াতাড়ি প্রার্থী তালিকা ঘোষণা করবে বিজেপিও। এ দলটির তালিকায়ও থাকবে বেশ কয়েকজন টলিউড তারকার নাম এমন গুঞ্জনও শোনা যাচ্ছে । প্রার্থী তালিকা ঘোষণার আগে রবিবার(৭মার্চ) ব্রিগেড সমাবেশের আয়োজন করেছে বিজেপি প্রধান নরেন্দ্র মোদি। দলটির নেতারা জানান, সমাবেশে বিশেষ চমক রয়েছে। সেটি হচ্ছে, ভারতীয় সিনেমার অন্যতম সেরা সুপারস্টার মিঠুন চক্রবর্তীর নাম রয়েছে। গুঞ্জন রয়েছে, মোদির ব্রিগেড সমাবেশে উপস্থিত থাকবেন তিনি। কিন্তু এ বিষয়ে এখনো হ্যাঁ বা না কিছুই বলেননি মিঠুন।
(ঊষার আলো-আরএম)