UsharAlo logo
সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বিডিএস ভর্তি পরীক্ষা রাজশাহীর ছয় কেন্দ্রে অনুপস্থিত ১৬৬৬

pial
এপ্রিল ২৩, ২০২২ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : রাজশাহীর ছয়টি কেন্দ্রে শুক্রবার (২২ এপ্রিল) বিডিএস কোর্সের (২০২১-২০২২ শিক্ষা বর্ষ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ পরীক্ষা চলে।

রাজশাহীর এই ৬টি কেন্দ্রে এক হাজার ৬৬৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) অধ্যক্ষ ডা. নওশাদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজশাহীর ছয়টি কেন্দ্রে ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) কোর্সের প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা এক শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে কেন্দ্র এলাকায় বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। কোনো কেন্দ্রে থেকেই কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

রাজশাহী মেডিক্যাল কলেজ ছাড়াও রাজশাহী কলেজ, রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ, রাজশাহী সরকারি সিটি কলেজ এবং রাজশাহী সরকারি মহিলা কলেজে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এসব কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন নয় হাজার ২৮৬ জন। তার মধ্যে সাত হাজার ৬২০ জন পরীক্ষায় অংশ নিয়েছেন। কিন্তু বাকি এক হাজার ৬৬৬ জন পরীক্ষায় অংশ নেননি।

(ঊষার আলো-এফএসপি)