ঊষার আলো ডেস্ক ঃ ভারি বর্ষণ, উজানের ঢল এবং ভারতের গজলডোবার সব গেট খুলে দেওয়ায় হু হু করে বাড়ছে তিস্তার পানি। তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে বিপদসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
বুধবার (২০ অক্টোবর) থেকে তিস্তার পানি বাড়ায় লালমনিরহাটের ৩ উপজেলার তিস্তার চর এলাকায় ১০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর ধানক্ষেত। পানির চাপে ভেঙে যাচ্ছে রাস্তাঘাট। ঘরবাড়িতে পানি প্রবেশ করায় উঁচু স্থানে আশ্রয় নিয়েছে পরিবারগুলো। তিস্তা ব্যারাজের ফ্লাট বাইপাস সড়কও হুমকির মুখে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সূত্র জানায়, মঙ্গলবার রাত থেকে তিস্তার পানি বেড়ে ডালিয়া পয়েন্টে ৫২.৭০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। বুধবার সকাল ৯ টায় ওই পয়েন্টে ৫৩.২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যেটি বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপরে। তিস্তার পানি বেড়েই চলেছে।
অন্যদিকে, তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় পাটগ্রামের দহগ্রাম, হাতীবান্ধার গড্ডিমারী, সিঙ্গামারি, সিন্দুর্না, পাটিকাপাড়া, ডাউয়াবাড়ী, কালীগঞ্জ উপজেলার ভোটমারী, শৈইলমারী, নোহালী ও চর বৈরাতি তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে প্রায় ১০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
(ঊ/আ-আরএম)