UsharAlo logo
বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বিপিএলে তারুণ্যের উৎসবে মাস্কট ‘ডানা-৩৬’ উন্মোচন

ঊষার আলো
ডিসেম্বর ১, ২০২৪ ৩:৩২ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক : আসন্ন বিপিএলকে আরও জাঁকজমকপূর্ণ করতে চায় বিসিবি। সেই লক্ষ্যে এরইমধ্যে মাঠে নেমে পড়েছে বিসিবিকর্তারা। আসন্ন ৩০ ডিসেম্বর বিপিএল আসর শুরুর আগে এবার নতুন করে বিপিএলের মাস্কট উন্মোচন করা হয়েছে।

বিপিএলের মাসকটটি একটি পায়রার, শান্তির প্রতীক হিসেবে সুসজ্জিত পায়রাকে দেখা যাবে। বিপিএলের মাসকটটিকে স্বাধীনতা এবং ক্রীড়া চেতনার স্থিতিস্থাপকতার প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। এর রয়েছে ৩৬টি ডানা, মাথায় ক্যাপ। বুকে হলুদ অক্ষরে লেখা, ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই আয়োজনে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছিলেন বিসিবি সভাপতি ফারুক, বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল–সহ বিসিবির অন্যান্য পরিচালকবৃন্দ। পাশাপাশি পুরুষ ও নারী দলের ক্রিকেটাররাও তারুণ্যের উৎসবে হাজির হয়েছেন। এ ছাড়া স্কুল-কলেজের শিক্ষার্থীদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে ২৩ ডিসেম্বর মিরপুর শের-ই বাংলায়। এ ছাড়া চট্টগ্রাম ও সিলেটেও উদ্বোধনী অনুষ্ঠান হবে। ২৫ ডিসেম্বর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে এবং ২৭ ডিসেম্বর সিলেট জেলা স্টেডিয়ামে হবে এই অনুষ্ঠান।

প্রসঙ্গত, আগামী ৩০ ডিসেম্বর শুরু হবে ২০২৫ বিপিএলের আসর। প্রায় দেড় মাসব্যাপী টুর্নামেন্টটি শেষ হবে আগামী বছরের ৭ ফেব্রুয়ারি। এবারের বিপিএলের ৭টি দল হচ্ছে— ঢাকা ক্যাপিটালস, চিটাগাং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স।

বিশ্বক্রিকেটে গ্রহণযোগ্যতা তৈরির লক্ষ্যে এবারের আসরে ডিজিটাল টিকেটিং, গ্যালারিতে দর্শকদের জন্য বিনামূল্যে পানির ব্যবস্থা, উন্নত সব প্রযুক্তি, অভিজ্ঞ দেশি-বিদেশি আম্পায়ার এবং উদ্বোধনীতে বিশেষ চমক থাকবে বলে জানিয়েছে বিসিবি।

ঊষার আলো-এসএ