ঊষার আলো রিপোর্ট : ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর দুটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে লোকালয়ে ঢুকছে পানি।এছাড়া টানা বর্ষণে বিপৎসীমার ৭৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে এ বছর দ্বিতীয় দফায় বন্যার কবলে পড়েছে স্থানীয়রা।
এতে করে ক্ষিপ্র গতিতে লোকালয়ে পানি ঢুকে। মানুষের ঘরবাড়ি এবং মাছের ঘের পানিতে ভেসে যায়।চলতি বছরের দ্বিতীয় দফায় প্লাবনের তৈরি হয়। এর আগে গত ২০ জুন চারটি স্থানে ভাঙ্গনের ফলে ২০ টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছিলো।
এছাড়া গতরাতে ফুলগাজী বাজার পানি উঠলে মানুষের দোকানপাটের মালামাল পানিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মুহুরী নদীর পানি বিপৎসীমার ৮৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার জানান, এখন পর্যন্ত বাধেঁর দুটি স্থানে ভাঙ্গন দেখা দেয়। আমাদের লোকজন কাজ করছে। সর্বশেষ ১৬ ঘণ্টায় বিপৎসীমার ৮৬ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে।
ঊষার আলো-এসএ