ঊষার আলো ডেস্ক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডাস্টবিন থেকে সাড়ে তিন কোটি টাকা মূল্যের সাড়ে ৩ কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। পরিত্যক্ত অবস্থায় এগুলোকে ডাস্টবিনে পাওয়া যায়।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে সাড়ে ৯টার দিকে বিমানবন্দরের বে নম্বর-১২ এর পাশের এলাকা হতে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিমের কর্মকর্তা নাফিস আমিন রিজভি বলেন, ডাস্টবিনে স্কচটেপে মোড়ানো দণ্ড আকারের একটি বস্তু পাওয়া যায়। কাস্টমস সেই বস্তুটি খুলে ৩০টি স্বর্ণের বার উদ্ধার করে। এগুলোর আনুমানিক ওজন ৩ কেজি ৪৮০ গ্রাম, আর যার বাজার মূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা। উদ্ধার করা এসব স্বর্ণের বিষয়ে ফৌজদারি মামলাসহ কাস্টম আইনে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
(ঊষার আলো-এফএসপি)