UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিরাটের বীরত্বে পাকিস্তানের বিপক্ষে ভারতের জয়

koushikkln
অক্টোবর ২৪, ২০২২ ১২:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো স্পোর্টস ডেস্ক: সবাইকে চমকে দিয়ে খেলা নিষ্পত্তি হলো একেবারেই শেষ বলে। বিরাট কোহলির বীরত্বে ৪ উইকেটে পাকিস্তানকে হারাতে বেশ কষ্ট হয়েছে ভারতের। এর আগে এশিয়াকাপে ১০ উইকেটে হারের শোধটা এবার তুললো তারা। ৫২ বলে ৮২ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেছেন কোহলি। তার ব্যাটে ভর করেই ১৬০ রানের টার্গেট পেরিয়ে যায় ভারত।

মোহাম্মদ নওয়াজের করা ১২তম ওভারে পরপর তিনটি ছক্কা হাঁকালেন হার্দিক পান্ডিয়া ও বিরাট কোহলি মিলে। এক ওভার থাকতেই ২০ রান নিয়ে ঘুরে দাঁড়ায় ভারত। ১২ ওভার শেষে ভারতের সংগ্রহ ছিল ৪ উইকেটে
মাত্র ৭৪ রান। এরপর দ্রুত রান তুলতে থাকেন দুই কান্ডারি কোহলি ও হার্দিক পান্ডিয়া। শেষ ৩ ওভারে ৪৮ রান প্রয়োজন ছিল ভারতের। শাহীন শাহর করা ১৮তম ওভার থেকে ১৭ রান পেল ভারত। হারিস রউফের ১৯তম ওভার থেকে দুই ছক্কায় ১৫ রান করেন কোহলি। এতে জয়ের জন্য শেষ ওভারে ভারতের দরকার পড়ে ১৬ রান।

মোহাম্মদ নওয়াজ শেষ ওভারে বোলিং করতে আসেন। প্রথম বলেই আউট হন পান্ডিয়া। পরের বলে সিঙ্গেল নেন দিনেশ কার্তিক। সবার চোখ তখন ম্যাচ সেরা কোহলির দিকে। তৃতীয় বলে দৌড়ে দুই রান নিলেন কোহলি নিজেই । তখন ৩ বলে প্রয়োজন ১৩। এসময় গ্যালারিতে দুই দলের সমর্থকরাই প্রাথর্নায় লিপ্ত। চতুর্থ ডেলিভারিতে ছক্কা মেরে এগিয়ে দেন কোহলি। এরপর নো বলও হলো। তখন তিন বলে ৭। স্ট্রাইকে কোহলি। পরের ডেলিভারি ওয়াইড। ফ্রি হিট বলে কোহলি বোল্ড হলেন। কিন্তু দৌড়ে তিন রান তুলে নেন কোহলি-কার্তিক। ২ বলে ২ রান। স্ট্রাইকে দিনেশ কার্তিক। পঞ্চম বলে স্টাম্পিং হয়ে গেলেন কার্তিক। শেষ বলে এক রান নিলে সুপার ওভার। দুই রান নিলে ভারতের জয়। স্ট্রাইকে রবিচন্দ্রন অশ্বিন। ওয়াইড দিয়ে দিলেন নওয়াজ। শেষ বলে এক রান নিয়ে জয় নিশ্চিত করলেন অশ্বিন।

ঊআ-বিএস